ঘড়ির কাঁটা টিক টিক

ছোট বেলায় পড়া-লেখার তেমন চাপ ছিল না। এছাড়া এখনকার মতো তখন স্মার্ট ফোনও ছিল না। তাই রাতে দ্রুতই ঘুমিয়ে যেতাম। কখনো কখনো হয়তো সন্ধা হওয়ার সাথে সাথেই ঘুমিয়ে যেতাম। তো কোনো কোনো সময় রাত দুপুরে ঘুম ভেঙ্গে যেত। চারপাশে নিঃশব্দ। এই নিঃশব্দের মধ্যে একটা শব্দ শোনা যেত। শব্দটা দেওয়ালে টাঙানো ঘড়িটা থেকে আসত। ঘড়ির কাঁটার টিক টিক শব্দ। রাতে ঘুম ভাঙ্গার পর পরই এই শব্দটা শুনতে পেতাম। প্রথমে শব্দটা খুব আস্তে আস্তে শোনা যেত। কিন্তু যখন খুব মনোযোগ দিয়ে শুনতাম শব্দটা আরো জোরে ও স্পষ্ট শোনা যেত। মনে হত ঘড়িটা এখন আর দেওয়ালে টাঙানো নেই। কেউ ঘড়িটা দেওয়াল থেকে খুলে এনে আমার কানের পাশে ধরে রেখেছে। খুবই ভয় করতো তখন। এই শব্দটার সাথে কখনো কখনো আরো দু'একটা শব্দ যোগ হতো। কখনো ঝিঁঝিঁ পোকার আওয়াজ বা কখনো দূর থেকে ভেসে আসা কুকুরের ডাক। ফলে ভয়ের পরিমাণটা আরো বেড়ে যেত। তাই তখন দ্রুত ঘুমানোর চেষ্টা করতাম। কাঁথা দিয়ে কান পেচিয়ে ধরতাম যেন শব্দ কানে না আসে। যখন এসবেও কাজ হতো না তখন মা'কে ডেকে তুলতাম। ভয়টা একটু কমতো। ফলে আবার ঘুমাতে পারতাম। এখন বড় হয়ে আর দ্রূত ঘুমানো হয় না। তাই রাত দুপুরে ঘুমও ভাঙ্গে না এবং ঐ মূহুর্তটাও আর আসে না। এছাড়া ছোটবেলার মতো ঐ ভয়ও কাজ করে না। তাই ছোট বেলার ঐ মূহুর্তটা খুবই মিস করি।

অধিবর্ষ কি? অধিবর্ষ কেন হয়?

অধিবর্ষ বা লিপ ইয়ার হলাে একটি বিশেষ বছর যাতে সাধারন বছরের তুলনায় একটি দিন বেশি থাকে।

পৃথিবী সূর্যের চারপাশে অর্থাৎ নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় নেয় ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। পৃথিবী সূর্যের চারপাশে ঘূর্ণনের উপরই ঋতুর পরিবর্তন ও অন্যান্য মহাজাগতিক ঘটনাবলী পুনরাবৃত্তি ঘটে।

প্রচলিত বর্ষপঞ্জিতে ৩৬৫ দিনে ১ বছর ধরা হয়। অর্থাৎ প্রতি বছর মহাজাগতিক ঘটনাবলি ঘটার পরিবর্তনের সময় ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। প্রচলিত বর্ষপঞ্জি গুলাে এভাবে চলতে থাকলে এক সময় ঋতু গুলাে তাদের স্বাভাবিক বৈশিষ্ট্য হারাবে। যেমনঃ শীতকালের প্রধান বৈশিষ্ট্য হল পরিবেশ ঠাণ্ডা থাকবে অর্থাৎ পরিবেশের তাপমাত্রা কম থাকবে এবং সূর্য অল্প সময় ধরে কিরণ দেবে। মনেকরি, প্রচলিত বর্ষপঞ্জি ১০০ বছর ধরে চলতে থাকল। তাহলে ১০০ বছর পর দেখা যাবে মহাজাগতিক ঘটনাবলী ঘটার পরিবর্তনের সময় (প্রায়) ২৪ দিন ৫ ঘন্টা ১৪ মিনিট ২০ সেকেন্ড যা প্রায় এক মাসের সমান। অর্থাৎ ১০০ বছর পর দেখা যাবে শীত ঋতু আসার ১ মাস আগেই শীতের বৈশিষ্ট্যগুলাে প্রকাশ পেয়েছে এবং শীত ঋতু যাওয়ার ১ মাস পূর্বেই শীতের বৈশিষ্ট্য চলে গিয়েছে।

উপরােক্ত সমস্যা সমাধানের জন্যই অধিবর্ষ প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে। প্রচলিত বর্ষপঞ্জিতে ৪ বছরে মহাজাগতিক ঘটনাবলী ঘটার পরিবর্তনের সময় প্রায় ১ দিনের সমান। তাই প্রতি চার বছর পর পর অধিবর্ষ গণনা করা হয়।