অধিবর্ষ কি? অধিবর্ষ কেন হয়?

অধিবর্ষ বা লিপ ইয়ার হলাে একটি বিশেষ বছর যাতে সাধারন বছরের তুলনায় একটি দিন বেশি থাকে।

পৃথিবী সূর্যের চারপাশে অর্থাৎ নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় নেয় ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। পৃথিবী সূর্যের চারপাশে ঘূর্ণনের উপরই ঋতুর পরিবর্তন ও অন্যান্য মহাজাগতিক ঘটনাবলী পুনরাবৃত্তি ঘটে।

প্রচলিত বর্ষপঞ্জিতে ৩৬৫ দিনে ১ বছর ধরা হয়। অর্থাৎ প্রতি বছর মহাজাগতিক ঘটনাবলি ঘটার পরিবর্তনের সময় ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। প্রচলিত বর্ষপঞ্জি গুলাে এভাবে চলতে থাকলে এক সময় ঋতু গুলাে তাদের স্বাভাবিক বৈশিষ্ট্য হারাবে। যেমনঃ শীতকালের প্রধান বৈশিষ্ট্য হল পরিবেশ ঠাণ্ডা থাকবে অর্থাৎ পরিবেশের তাপমাত্রা কম থাকবে এবং সূর্য অল্প সময় ধরে কিরণ দেবে। মনেকরি, প্রচলিত বর্ষপঞ্জি ১০০ বছর ধরে চলতে থাকল। তাহলে ১০০ বছর পর দেখা যাবে মহাজাগতিক ঘটনাবলী ঘটার পরিবর্তনের সময় (প্রায়) ২৪ দিন ৫ ঘন্টা ১৪ মিনিট ২০ সেকেন্ড যা প্রায় এক মাসের সমান। অর্থাৎ ১০০ বছর পর দেখা যাবে শীত ঋতু আসার ১ মাস আগেই শীতের বৈশিষ্ট্যগুলাে প্রকাশ পেয়েছে এবং শীত ঋতু যাওয়ার ১ মাস পূর্বেই শীতের বৈশিষ্ট্য চলে গিয়েছে।

উপরােক্ত সমস্যা সমাধানের জন্যই অধিবর্ষ প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে। প্রচলিত বর্ষপঞ্জিতে ৪ বছরে মহাজাগতিক ঘটনাবলী ঘটার পরিবর্তনের সময় প্রায় ১ দিনের সমান। তাই প্রতি চার বছর পর পর অধিবর্ষ গণনা করা হয়।

No comments:

Post a Comment